সোনাইয়ে স্ত্রীকে কুঠার দিয়ে কুপিয়ে খুন, ধৃত যুবক
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : নৃশংস হত্যাকাণ্ড ঘটল সোনাইয়ের সেলিরপারে। কুঠার (কুড়াল) দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন পাষাণ স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সোনাই আমজুরঘাট এলাকার সেলুরপারে। জানা যায়, সেলুরপার গোবিন্দনগর প্রথম খণ্ডের দাসপাড়ার বছর ২৭ এর সুরজ দাস নামে যুবক কুঠার দিয়ে তার স্ত্রী ঋতুপর্ণা দাসের ওপর আক্রমণ করেন। ঋতুপর্ণার মুখে ও বুকে দু’টি কুঠার দিয়ে কোপ বসান সুরজ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ঋতুপর্ণা। ঘটনার পর পরিবারের লোকরা মেডিক্যাল নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে।

মৃত ঋতুপর্ণা আমড়াঘাটের রামমানিকপুরে। গত ফাল্গুন মাসে বিয়ে হয় তাদের। বর্তমানে ঋতুপর্ণা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। সোনাই পুলিশ সুরজকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।