শ্রীভূমি জেলায় ৪০,২৯৯ জন কৃষক পিএম-কিষাণ যোজনায় উপকৃত
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও শনিবার পিএম-কিষাণের ২০তম কিস্তি হস্তান্তর উপলক্ষে জেলার ৮টি নির্ধারিত কেন্দ্রে ও বহু সংখ্যক গ্রাম পঞ্চায়েতে “পিএম-কিষাণ উৎসব দিবস” পালন করা হয়েছে। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিক ও কর্মচারী সহ কৃষি সখী, ব্যাঙ্ক সখী এবং সিএসসি ভিএলই-রা উপস্থিত ছিলেন। এতে এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীভূমি জেলার ৪০ হাজার ২৯৯ জন কৃষক মোট ৮ কোটি ৪৮ লক্ষ ৯০ হাজার টাকা লাভ করতে সক্ষম হবেন বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন।