জোড়াবাটে পাইন ক্লাবের অনুষ্ঠানে বলিউড স্টার গোবিন্দা

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুয়াহাটিতে  বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। শনিবার জোড়াবাটে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বলিউড স্টার গোবিন্দা।

অসম-মেঘালয় সীমান্তবর্তী জোড়াবাটের জাতীয় সড়কের সংলগ্ন স্থানে অভিনেতা গোবিন্দা উদ্বোধন করলেন “পাইন ক্লাব” নামক একটি বিনোদনমূলক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলিউডের জনপ্রিয় এই অভিনেতা উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আতিথ্য ও আপ্যায়নের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, নিজের জীবনের সাফল্যের পেছনে মায়ের আশীর্বাদের কথাও উল্লিখিত করেন।

অন্যদিকে, নিজের অভিনিত চলচ্চিত্রের গানে নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি।

Spread the News
error: Content is protected !!