জোড়াবাটে পাইন ক্লাবের অনুষ্ঠানে বলিউড স্টার গোবিন্দা
বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুয়াহাটিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। শনিবার জোড়াবাটে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বলিউড স্টার গোবিন্দা।
অসম-মেঘালয় সীমান্তবর্তী জোড়াবাটের জাতীয় সড়কের সংলগ্ন স্থানে অভিনেতা গোবিন্দা উদ্বোধন করলেন “পাইন ক্লাব” নামক একটি বিনোদনমূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলিউডের জনপ্রিয় এই অভিনেতা উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আতিথ্য ও আপ্যায়নের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, নিজের জীবনের সাফল্যের পেছনে মায়ের আশীর্বাদের কথাও উল্লিখিত করেন।
অন্যদিকে, নিজের অভিনিত চলচ্চিত্রের গানে নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি।