কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে ভর্তি শুরু
বরাক তরঙ্গ, ২ আগস্ট : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের (KKHSOU) রাধামাধব কলেজ স্টাডি সেন্টার এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে, স্নাতক, স্নাতকোত্তর ও লাইব্রেরী সায়েন্স ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবং দূরশিক্ষা ব্যুরো (DEB) অনুমোদিত এই পাঠ্যক্রম গুলিতে ভর্তি হতে আগ্রহীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী জানান, “উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সম্মান জানাতে এই এমএ বাংলা পাঠ্যক্রম টি তৈরী করা হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এমএ (বাংলা, এডুকেশন , ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি ও সংস্কৃত) বা লাইব্রেরি সায়েন্স এর স্নাতক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন।” তিনি আরও বলেন যে, আবেদনের জন্য বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, www.kkhsou.in-এ পাওয়া যাচ্ছে।
আগ্রহী প্রার্থীরা সরাসরি রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে এসে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আবেদন জমা দিতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কোনো জিজ্ঞাস্য থাকলে, রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ করতে ডায়াল করুন ৮৮২২৬২২৭৫৩/ ৯৪৩৫১৭৫২৬৬/ ৬৯০০৯৮৪৩০২। এই সুযোগটি ব্যবহার করে অনেক শিক্ষার্থী তাদের বাংলা সাহিত্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। দ্রুত আবেদন করে উপরে উল্লেখিত পাঠ্যক্রম গুলিতে ভর্তি হয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাডি সেন্টার এর কো-অর্ডিনেটর ড. সূর্যসেন দেব বলেন, অনেক ছাত্র ছাত্রী রয়েছেন যাদের পড়াশোনা করার খুব ইচ্ছা। কিন্তু বিভিন্ন কারণে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে রেগুলার কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারছেন না। কেউ হয়তো বিএ, বিকম, বিএসসি পাস করে চাকরি পেয়ে গেছেন চাকরি করছেন। কিন্তু মাস্টার ডিগ্রি করার ইচ্ছা। অনেক আবার আর্থিক অসুবিধার জন্য উচ্চশিক্ষা লাভের ইচ্ছা পূরণ হচ্ছে না। ফলে যারা সরকারি বেসরকারি চাকরি বা ব্যবসা করার পাশাপাশি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান তাদের জন্য দূর শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় (KKHSOU)। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে যে সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেটের ভ্যালু কী অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে থেকে সার্টিফিকেটের সমান হবে? এই সার্টিফিকেট দিয়ে কোনো অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে। বা সরকারি চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, এমন সংশয়ের কোনো অবকাশ নেই। KKHSOU থেকে পাশ করলে যে সার্টিফিকেট পাওয়া যাবে তার ভ্যালু আসাম বিশ্ববিদ্যালয় বা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমান হবে। তাতে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় যে, KKHSOU থেকে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পাশ করা বিভিন্ন ছাত্র ছাত্রী কৃতিত্বের সাথে National Eligibility Test (NET) অর্থাৎ কলেজ – বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে সেইসব ছাত্র ছাত্রীরা যে কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদের জন্য আবেদন করতে পারবেন। ফলে KKHSOU এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই।
আমাদের রাধামাধব কলেজেও KKHSOU এর স্টাডি সেন্টারে অভিজ্ঞ অধ্যাপকেরা রয়েছেন। আর এ বছর থেকে এমএ কোর্সে বাংলা ও এডুকেশন সাবজেক্ট চালু করা হয়েছে। তাই আগ্রহী ছাত্র ছাত্রীরা রাধামাধব কলেজের KKHSOU এর স্টাডি সেন্টারে ভর্তি হওয়ার জন্য বা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কলেজের কার্যলয়ে যোগাযোগ করতে পারেন।