ধনেহরি দ্বিতীয় খণ্ডে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারধর, মামলা
বরাক তরঙ্গ, ১ আগস্ট : সোনাইয়ের ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি এক্সকেভেটর এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে।
ইমরান হোসেন বড়ভূইয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত সখত আলি বড়ভূইয়ার নামে রেকর্ডভুক্ত। আজ সকালে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এক্সকেভেটর নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। আরও অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে, এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।