এক পরিবারের পাঁচ সদস্যের রহস্যময় নিখোঁজ
বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিবসাগর শহরের রংঘর চৌক এলাকায় একটি পরিবারের পাঁচজন সদস্যের রহস্যময় নিখোঁজ হওয়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুলাই, রংঘর চারিআলি এলাকার বাসিন্দা সৈদ মোজাম্মিল হোসেন (৬৬), তার স্ত্রী সৈদ নাজনিন হক (৫৭), বড় ছেলে সৈদ মোয়াজ্জির হোসেন (৩২), এবং পুত্রবধূ সৈদ তাচনিম নাজরিন (২৫) তাদের চার মাসের নাতনি সৈদ তাহিরা ফারহিনের চিকিৎসার জন্য ডিব্রুগড়ে গিয়েছিলেন।
২৫ জুলাই পর্যন্ত তাঁরা তাদের ছোট ছেলে সৈদ মাসুম হোসেন (২৭) এর সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু ওই দিনের সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ হয়ে যান। সেই দিন থেকে, তাঁরা যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করছিলেন, সেগুলোও বন্ধ রয়েছে।
মোবাইল নম্বরগুলো বন্ধ হয়ে যাওয়ায় সৈদ মোজাম্মিল হোসেনের ছোট ছেলে মাসুম হোসেন উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি তার মা, বাবা, ভাই, বৌদি এবং ভাতিজির জন্য বিভিন্ন স্থানে খোঁজ করেছেন, কিন্তু কোনও সূত্র খুঁজে পাননি।