ঘুষ : হাতেনাতে ধরা পড়েন লাট মণ্ডল
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক লাট মণ্ডল। বরপেটা সার্কল অফিসে সিএম ভিজিলেন্সের অভিযানে আনোয়ার হোসেন নামে লাট মণ্ডল ধরা পড়েন। ৩ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন লাট মণ্ডল হোসেন।
লাট মণ্ডল আব্দুল বাতেন নামক একজন ব্যক্তির কাছ থেকে ভূমি-সংক্রান্ত কাজের জন্য ২০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী বাতেন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লাট মণ্ডল হোসেনকে।