হাইলাকান্দির টাউন হলে আকাঙ্ক্ষা হাট উদ্বোধন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার ক্ষুদ্র শিল্পোদ্যগীদের উৎপাদিত অভিনব পণ্যের বাজারজাতকরনের সুবিধা দিতে হাইলাকান্দি টাউন হলে এক প্রদর্শনী ও  বিক্রির স্টল খোলা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এসপিরেশন্যাল ডিস্ট্রিক্ট কর্মসূচির আওতায় ফিতা কেটে  আকাঙ্খা হাট নামক এই প্রদর্শনী ও বিক্রয় স্টলগুলির উদ্বোধন করেন জেলা কমিশনার অভিষেক জৈন। তিনি বক্তব্যে সরকারের ‘ভোকাল ফর লোকাল’ নীতির অঙ্গ হিসেবে জেলার এসএইচজি এবং বিভিন্ন ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের উৎপাদিত অভিনব পণ্যের জনপ্রিয়তা বাড়াতে প্রশাসনের প্রচেষ্টায় এই আকাঙ্ক্ষা হাট খোলা হয়েছে বলে জানান। স্বাগত ভাষণে ডিডিসি এল্ডাড ফাইরিম জেলার ক্ষুদ্র শিল্প উদ্যোগীদেরকে উৎসাহ দিতে প্রশাসন থেকে এই প্লাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের কর্ম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এস এস কলেজের অধ্যক্ষ রতন কুমার। মোট ২৪টি প্রদর্শনী ও বিক্রয় স্টল নিয়ে আকাঙ্ক্ষা হাট আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এতে সরকারি কয়েকটি বিভাগের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!