নগদিরগ্রাম-চাঁদপুর জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার খবরে প্রতিবাদে সরব জনগণ
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : নবগঠিত নগদিরগ্রাম-চাঁদপুর জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার খবরে প্রতিবাদে সরব হলেন জিপির একাংশ জনগণ। বৃহস্পতিবার কাবুগঞ্জ বাজারের মার্কেড শেডে এনিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিশিষ্ঠরা বক্তব্য রাখতে গিয়ে নগদিরগ্রাম-চাঁদপুর জিপির কার্যালয় সরিয়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা জানান, কাছাড়ের মধ্যে কাবুগঞ্জ বাজার অন্যতম বড় বাজার হিসাবে পরিচিত। আর সেই বাজারের বুক থেকে জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা তাঁরা কখনো মানবেন না। এনিয়ে জিপি সভানেত্রী আয়েশা বেগম বড়ভূইয়ার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। জিপি কার্যালয় স্থানান্তরের বিরোধিতায় এদিন জিপির প্রাক্তন এপি সদস্য মনজুরুল হক মজুমদারকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন মিহীরকান্তি ভট্টাচার্য, সব্যসাচী পালকে মধনচন্দ্র সিংহা, জিপির এপি সদস্য রাকিব মজুমদার, তাজমুল হক লস্কর, প্রাক্তন জিপি সভাপতি তাজ উদ্দিন বড়ভূইয়া, মেহেন্দ্র পাল ও জিয়া উদ্দিন লস্কর। নবগঠিত আহবায়ক কমিটি নাগরিক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়।