‘সেপলিং প্লান্টেশন ড্রাইভ’ শুরু ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’-এর প্রাক্কালে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এক বছরের দীর্ঘ ‘সেপলিং প্লান্টেশন ড্রাইভ’ শুরু করেছে। যার শিরোনাম হলো ‘Our Mission Green Revolution’। বর্তমান লায়নিস্টিক বর্ষ ২০২৫-২৬-এ গোটা কাছাড় জেলাজুড়ে ৫০০টি চারা গাছ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর মধ্যে অন্তত ৮০ শতাংশ চারাকে রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য।

এই উদ্যোগের প্রথম কর্মসূচি রবিবার গনিরগ্রাম (কাছাড়)-এর ‘গ্লোবাল ইংলিশ স্কুলে’ আয়োজিত হয় যেখানে ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্যরা, সুরক্ষিত স্থানে ১০টি চারা গাছ রোপণ করেন।

Spread the News
error: Content is protected !!