মানব পাচার প্রতিরোধ এবং ডাইনিবিদ্যার নিয়ে সোনাইয়ে পদযাত্রা ও সচেতনতা সভা

বরাক, তরঙ্গ, ২৮ জুলাই : সোনাই আইসিডিএস এর ব্যবস্থাপনায় সোমবার সোনাইয়ে মানব পাচার প্রতিরোধ এবং ডাইনিবিদ্যার উপর সচেতনামূলক পদযাত্রা ও সভার আয়োজন করা হয়। মানব পাচার প্রতিরোধ এবং ডাইনি শিকারের জনগণের মনে সচেতনতা বৃদ্ধি নিয়ে  সোমবার সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে থেকে পদযাত্রার আরম্ভ করেন সোনাই আইসিডিএস এর কর্মকর্তা সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিন তাঁরা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে জনগণকে সচেতন করতে সোনাই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলের গেটের সামনে এসে পথযাত্রার সমপ্তি ঘটায়।

পরে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের সভাকক্ষে সোনাই আইসিডিএস এর ব্যবস্থাপনায় মানব পাচার প্রতিরোধ এবং ডাইনিবিদ্যার উপর সভার আয়োজন করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেন যে মানব পাচার বর্তমান সময়ে একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় দীর্ঘদিন ধরে বরাক উপত্যকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশে মানব পাচার হয়ে আসছে। নারী ও শিশু পাচার বর্বরযুগের নিকৃষ্ট কাজ। আধুনিক যুগেও এ ধরনের ঘটনা ঘটছে। এটা সত্যিই অমানবিক। নারী ও শিশু পাচার রোধে সবার আগে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। এক্ষেত্রে নারী শিক্ষার প্রসার এবং সচেতনতা বাড়াতে হবে। কারণ যারা পাচারের শিকার হচ্ছে তারা বেশির ভাগই অশিক্ষিত। তাই যে কোনও মূল্যে বন্ধ করতে হবে নারী ও শিশু পাচার। এ’বিষয়ে বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের এলাকার প্রত্যেক জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সোনাই শিক্ষা উন্নয়ন খণ্ডের আধিকারিক নন্দিনী মুখার্জি, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাই আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার নাজিয়া মজুমদার, সাবানা বেগম, সুপর্ণা, সরোজিনী সিংহ, রেহানা পারভিন মজুমদার, চন্দ্রমোহন সিংহ প্রমুখ।

Spread the News
error: Content is protected !!