স্টেজক্রাফটের উদ্যোগে তিনদিনের গ্রীষ্মকালীন কর্মশালা হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : হাতে আর দুই একদিন সময় রয়েছে। তারপর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাবে।আর এই শেষের সময়টা ও যদি কচিঁকাচারা নতুন কিছু শিখতে পায়। তাই বরাক উপত্যকার সুপরিচিত তরুণী নাটক তথা সঙ্গীত শিল্পী গার্গী দেবের পরিচালনায় সৃজনশীল সংগঠন স্টেজক্রাফটের সহযোগিতায় হাইলাকান্দি শহরের সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এক বিশেষ তিনদিনের গ্রীষ্মকালীন কর্মশালা। শিশু ও কিশোরদের জন্য আয়োজিত এই কর্মশালায় নৃত্য, অভিব্যক্তি, গল্প বলা ও কনটেন্ট নির্মাণের বিভিন্ন দিক নিয়ে কচিকাচা দের উৎসাহিত করা হয়। গত ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলে এই বিশেষ গ্রীষ্ম কালিন কর্মশালা।
প্রথম দিন শুরু হয় পরিচিতি পর্ব দিয়ে। গার্গী দেব নিজেকে ও স্টেজক্রাফট-এর উদ্দেশ্য ও দর্শন তুলে ধরেন। এরপর একে একে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় দেয়। এই দিনে মুদ্রা, লয় এবং অভিব্যক্তি শেখানো হয় মজার খেলাধুলা ও কার্যকলাপের মাধ্যমে। অংশগ্রহণকারীদের মধ্যে আস্থা তৈরি, কমফোর্ট জোন গড়ে তোলা এবং নিজস্ব কোরিওগ্রাফি নির্মাণে উৎসাহ দেওয়া হয়। দিনটি শেষ হয় একটি ছোট্ট কোরিওগ্রাফি শেখানোর মধ্য দিয়ে। দ্বিতীয় দিন সবাইকে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল—নিজেদের লেখা একটি গল্প নিয়ে আসা। এরপর শেখানো হয় সেই গল্পটিকে কিভাবে নৃত্য ও কোরিওগ্রাফিতে রূপান্তর করা যায়।
এই প্রক্রিয়ার মাধ্যমে তারা মুখাবয়ব ও দেহভঙ্গির মাধ্যমে ভাব প্রকাশের কৌশল আয়ত্ত করে।

এছাড়া, জীবনের জন্য প্রাসঙ্গিক কিছু তাত্ত্বিক পাঠ, এবং সচেতন কনটেন্ট নির্মাণের নীতিমালা শেখানো হয়। বলা হয়, কোনও সৃষ্টি যেন উদ্দেশ্যপূর্ণ, যত্নবান ও প্রেজেন্টেবল হয়—এই বার্তা অভিভাবকদের কাছেও পৌঁছে দেওয়া হয়।তাছাড়া তৃতীয় দিন: “বলতে বলতে খেলা”। এ দিন বাংলা উচ্চারণ, স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের উচ্চারণ কৌশল শেখানো হয়। এই পর্বে আকাশবাণী শিলচর তাদের ৯০ বছরের পূর্তির অনুষ্ঠানের অংশ হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারী শিশুদের কবিতা, গান, গল্প ও ভাবনা রেকর্ড করেন। সাথে উচ্চারণ নিয়ে সতর্কতার বার্তা রাখেন, এবং উচ্চারণ ভালো করার কিছুই টেকনিক শিখিয়ে দিয়েযান উপত্যকার অপর নৃত্য তথা নাট্য শিল্পী তমাল রায়। এধরনের কর্মশালার মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে স্টেজক্রাফটের সদস্যা গার্গী দেব জানান, কর্মশালার মাধ্যমে শিশু ও তরুণ প্রজন্মকে কিছু প্রয়োজনীয় শিল্পকৌশল শেখানো। যাতেকরে। তারা সময়ের পরিবর্তনকে সাবলীল ভাবে। আত্মবিশ্বাসের সঙ্গে ও সৃজনশীল ভঙ্গিতে গ্রহণ করতে পারে।
তিনদিনের সমাপনী অনুষ্ঠানে আয়োজক এবং অংশ গ্রহণ কারীদের উৎসাহ দিতে আকাশবাণী শিলচরের প্রতিনিধি ছাড়াও বিশিষ্ট তরুণ সমাজকর্মী অরুনাভ ঘোষ,শনবিলের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিশ্বজ্যোতি ভট্টাচার্য, হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শঙ্কর চৌধুরী, তরুণ কবি তথা শিক্ষক ড. তীর্থঙ্কর চক্রবর্তী, প্রাক্তন ওয়ার্ড কমিশনার অরুন দাস, সংস্কার ভারতীর জেলা সম্পাদক তথা প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি ড. অভিজিৎ মিত্র, নৃত্য শিক্ষিকা মিতালি চক্রবর্তী, ইনার হুইল ক্লাবের সদস্যা গায়ত্রী দেব প্রমুখ।
