কমসোমলের তিনদিবসীয় কিশোর-কিশোরীদের রাজ্য ভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক শিবির সমাপ্ত
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : লখিমপুরে কমসোমলের উদ্যোগে আয়োজিত তিনদিবসীয় কিশোর-কিশোরীদের রাজ্য ভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের সমাপ্ত হল। গত ২৬ জুলাই থেকে উত্তর লখিমপুরের টাউন মডেল প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। সোমবার সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক ও বিশিষ্ট জননেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস। তিনি বিবর্তনের পথে আদিম সাম্যবাদী সমাজ থেকে দাস ব্যবস্থা, সামন্ততন্ত্র ও পরবর্তী সময়ে বুর্জোয়া গণতন্ত্র প্রতিষ্ঠা কিভাবে হয় তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে বলেন যে নবজাগরণের ফলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সম্পন্ন হয়েছিল তার ফলে মানুষ রাজা ও জমিদারদের শাসন থেকে মুক্ত হয়ে যথার্থ অর্থে স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার পেতে চেয়েছিল, গণতান্ত্রিক ব্যবস্থার আড়ালে ধনকুবের পুঁজিপতি শ্রেণীর স্বার্থরক্ষাকারী সমাজ ব্যবস্থা গড়ে উঠার ফলে সাধারণ মানুষ নতুন ধরনের শোষণ ও শাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে শ্রমিক শ্রেণীর স্বার্থরক্ষাকারী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার বাইরে অন্য কোনো পথ নেই বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেন। তিনি বিশ্লেষণ করে দেখান যে আসমুদ্র হিমাচল ব্যাপী দেশ কাঁপানো স্বাধীনতা আন্দোলন ও হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলেও গণমুক্তি অর্জিত হয় নি। পুঁজিপতি শ্রেণীর শাসন ও শোষণ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ক্ষুদিরাম, কনকলতা, ভগৎ সিং, নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনবদ্য অবদান স্মরণ করে বলেন যে তারা ছোটবেলায় দেশের কাজে যুক্ত হন। সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ ছোটবেলায় অনুশীলন সমিতিতে যোগ দিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। দেশ স্বাধীন হওয়ার আগেই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির আলোকে বুঝতে সক্ষম হন যে দেশ রাজনৈতিক ভাবে স্বাধীন হলেও গণমুক্তি অর্জিত হবে না। তাই মুষ্টিমেয় সহযোদ্ধা নিয়ে প্রকৃত সাম্যবাদী দল এসইউসিআই (সি) গড়ে তুলেন। আজ গণ আন্দোলনের পরীক্ষিত দল হিসেবে সারা দেশেই এসইউসিআই (সি) সচেতন জনগণের গভীর ভালোবাসা ও আশার আলো। তিনি বিশিষ্ট মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের জীবন-সংগ্ৰাম, চিন্তার বিস্তৃত ব্যাখা করে উপস্থিত কিশোর- কিশোরীদের প্রকৃত মানুষ হওয়ার জন্য আহ্বান জানান।
তদুপরি উন্নত মূল্যবোধ, নীতি -নৈতিকতা ও সংস্কৃতির আধারে জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র রাজ্য সহ-সভাপতি জিতেন্দ্র চালিহা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্জন ও মানব সমাজের অগ্ৰগতিতে বিজ্ঞানের অবদান ও বিজ্ঞানের অগ্ৰগতিতে শাসক শ্রেণীর আক্রমণের উপর বক্তব্য রাখেন এআইডিএসও’র প্রাক্তন রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব।
আজ বিকেল ৪-৩০ টায় আজ কমসোমলের সদস্যরা প্রথমে সর্বহারার মহান নেতা ও কমসোমলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে গার্ড অফ অনার জানান।
তারপর পেরেড সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা লক্ষীমপুর জেলা আয়ুক্ত কার্যালয়- এন টি রোড-বজারপট্টি – এ এস টি সি রোড পরিক্রমা করে সভা স্থলে উপস্থিত হন। পেরেড দলের অগ্ৰভাগে থাকা কমসোমলের সদস্যরা স্বাধীনতা আন্দোলন কালের মহান মণীষী, সংগ্রামী ব্যক্তিত্ব -শহীদ পদ্মনাথ গোঁহাই বরুয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শহিদ-ইআজম ভগৎ সিং , বীরাঙ্গনা শহিদ কনকলতা ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতি হাতে হাতে নিয়ে যাত্রা করে।
উল্লেখ্য যে এই শিবিরে সমগ্ৰ রাজ্য থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ছাত্র -ছাত্রীরা খেলাধুলা, পেরেড ও সংগীত, নৃত্য ও নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচিতে অংশগ্রহণ করেন। তাছাড়া চিটাগাং সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।