সাতকরাকান্দি হাইস্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : সমগ্র শিক্ষার তরফ থেকে ৩৪ লক্ষ টাকা ব্যয়ে সোনাইর সাতকরাকান্দি হাইস্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অতিথিরা।

এনিয়ে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকরাকান্দি হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামিম আহমেদ লস্কর, প্রধান শিক্ষক আহমেদ হোসেন বড়ভুইয়া, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাই শহরের পুর সদস্যের প্রতিনিধি খিজির আহমেদ চৌধুরী, বিভাগীয় ইঞ্জিনিয়ার হায়দার হোসেন বড়ভূইয়া, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইয়াকুবুর রহমান, স্থানীয় গ্রুপ সদস্য রেবুল হোসেন লস্কর, পিঙ্কু আহমেদ বড়ভূইয়া, আহমদুল্লাহ বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!