আঞ্চলিক সভানেত্রী রীনা সিনহাকে সেইপারগাঁওয়ে সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : পাথারকান্দি ব্লকের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় থেকে প্রথমবারের মতো আঞ্চলিক সভানেত্রী হিসেবে মনোনীত হওয়া রীনা সিনহাকে সংবর্ধনা জানালো সেইপারগাঁওয়ের জনতা। এ মর্মে রবিবার, বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেইপারগাঁও মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মাননা সভাটি ছিল এক আবেগঘন ও উৎসবমুখর আয়োজন। নবনির্বাচিত ব্লক আঞ্চলিক সভানেত্রী রীনা সিনহাকে ফুলের তোড়া, গামছা ও ঐতিহ্যবাহী উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। একই মঞ্চে বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি সঞ্জীব সিনহা এবং ওয়ার্ড সদস্য ক্ষীতিশ ত্রিপুরাকেও সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শ্রীমণ্ডপে ধর্মীয় রীতি মেনে পুজা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন গ্রামের বিশিষ্ট পুরোহিত রামুসেনা শর্মা। গ্রামবাসীদের পক্ষ থেকে নিত্যমঙ্গল সিনহা ও নিরঞ্জন সিনহা বক্তব্য রাখেন। তাঁরা সভানেত্রীর সুস্বাস্থ্য ও সফলতার কামনার পাশাপাশি শ্রীমণ্ডপের পূনঃসংস্কার ও এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বর্তমান বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য যে কাজ করে চলেছেন, তা অভূতপূর্ব। রীনা সিনহার মতো একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরি নেত্রীকে ব্লক সভানেত্রী পদে মনোনীত করাও তার জ্বলন্ত প্রমাণ। বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। কারণ তাঁর নেতৃত্বে বিজেপি সরকার পূর্ববর্তী সরকারের অবহেলিত জনগোষ্ঠী ও অঞ্চলগুলির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নবনির্বাচিত ব্লক সভানেত্রী রীনা সিনহা তাঁর বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিজেপি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের একজন নারী হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এটি শুধু আমার নয়, সমগ্র সম্প্রদায়ের স্বীকৃতি। আমি অঙ্গীকার করছি, জেলা পরিষদ বোর্ড গঠনের পরেই পাথারকান্দি ব্লকে উন্নয়নমূলক কাজ জোরকদমে শুরু হবে। সেইপারগাঁও শ্রীমণ্ডপের পুনঃসংস্কার দ্রুত অনুমোদনের চেষ্টা করবো। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উত্তম সিনহা, সত্যজিৎ সিনহা, সজল সিনহা, লক্ষীকান্ত সিনহা, কালাসেনা সিনহা, পিন্টু সিনহা, মণিরাজ সিনহা, মধুসুধন সিনহা সহ আরও অনেকে।

Spread the News
error: Content is protected !!