বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে কারগিল বিজয় দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কারগিল বিজয় দিবস উপলক্ষে, মেরা যুব ভারত কাছাড় ও নেতাজি ছাত্র যুব সংঘের যৌথ উদ্যোগে এক দেশপ্রেমমূলক ও হৃদয়স্পর্শী অনুষ্ঠান আয়োজিত হয়। শনিবার তারাপুর ইএন্ডডি কলোনি পয়েন্টের কারগিলে শহিদ স্মারকে শ্রদ্ধা জানানো। অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবক, রাজনীতিবিদ ও সমাজনেতা উপস্থিত ছিলেন, যাঁরা তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক দিপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায়, আইনজীবী ধর্মানন্দ দেব, প্রাক্তন ওয়ার্ড কমিশনার ঝলক চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, শিলচর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন চামেলী পাল, কাছাড়ের মেরা যুব ভারত এর ডেপুটি ডিরেক্টর মহেবুব আলম লস্কর প্রমুখ।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে কারগিল বিজয় দিবস উদযাপন

অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্মী সুধাংশু শুক্লাবৈদ্য-কে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। নেতাজি ছাত্র যুব সংঘ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহিত দাসের নেতৃত্বে উপস্থিত সবাই একসঙ্গে জাতীয় প্রতিজ্ঞা পাঠ ও ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এই অংশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগময় ছিল। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য কারগিল যুদ্ধ, ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় প্রতিরক্ষার উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত পর্বে পরিণত হয়। কেসি দাস কমার্স কলেজ-এর দুই ইন্টার্ন, আধি চৌধুরী ও তাহসিন আম্বিয়া লস্কর, অনুষ্ঠান পরিচালনা, রিপোর্ট প্রস্তুতি, এবং ফটোগ্রাফি ও ডকুমেন্টেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী প্রশান্ত দাস। কার্যনির্বাহী দায়িত্বে ছিলেন নেতাজি ছাত্র যুব সংঘের সাধারণ সম্পাদক দিলু দাস।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে কারগিল বিজয় দিবস উদযাপন
Spread the News
error: Content is protected !!