আরডি রায় স্কুলে সমাপ্তি গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা



বরাক তরঙ্গ, ২৭ জুলাই : সম্পন্ন হল কচুদরম আরডি রায় হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত ‘গ্রীষ্মকালীন সাংস্কৃতিক  কর্মশালা ২০২৫’। শনিবার সমাপ্তি অনুষ্ঠানে

সভা পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন লস্কর। বিশিষ্ট অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সাহিন আহমদ লস্কর  ও অতিরিক্ত জেলা কমিশনার বহ্নিখা ছেত্রী,  ক্লাবের সভাপতি জামিল আহমেদ বড়ভূইয়া, দিলীপকুমার শুক্লবৈদ, স্কুলের শিক্ষক হরিকুমার সিনহা আরও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শংসাপত্র ও ক্লাবের পক্ষ থেকে একটি করে কলম দিয়ে নথিভুক্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। কর্মাশালর আয়োজন করেছিল উত্তর কৃষ্ণপুরের বেসরকারি সংস্থা ইন্দিরা ক্লাব। এ দিন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Spread the News
error: Content is protected !!