সিমেন্ট চুরির অভিযোগে ভাঙ্গারপার পুলিশের হাতে কাটিগড়ার ২
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : সিমেন্ট চুরি করার দায়ে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। জানা যায়, শিলঙের একটি ফ্যাক্টরি থেকে গত ১৫ জুলাই ৫০০ ব্যাগ সিমেন্ট এনে ভাঙ্গারপারের চালকের সহযোগে চুরি করা হয়েছে বলে ভাঙ্গারপার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভাঙ্গারপার পুলিশের ইনচার্জ গোবিন্দ শিলের নেতৃত্বে শুক্রবার রাতে পুলিশ তদজন্তে নেমে কাটিগড়ার নুন নগরের ব্যবসায়ী আবুল কাশিম বড়ভূইয়া ও মোহনপুরের রেহান উদ্দিন বড়ভূইয়াকে গ্রেফতার করে ভাঙ্গারপার পুলিশ।
এবং কাটিগড়ার মধুয়া পেট্রোল পাম্প থেকে ৮২ বস্তা সিমেন্ট উদ্ধার করে ভাঙ্গারপার পুলিশ। শিলৃুপর জালুপাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লজিস্টিক কোম্পানির ম্যানেজার রবিকুমারের অভিযোগে অভিযান চালায় পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহীতা ধারায় তদন্ত চালিয়ে যাচ্ছে ভাঙ্গারপার পুলিশ। শনিবার তাদেরকে শিলচর আদালতে প্রেরণ করে ভাঙ্গারপার পুলিশ।