শিলচর শিবাজীনগরের বাসিন্দা সুজিত দেবরায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : নিউ শিলচর এলাকার শিবাজীনগরের বাসিন্দা অটোচালক সুজিত দেবরায় গত ৬ জুন থেকে হঠাৎ করে ফুসফুসে সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজের টিবি বিভাগে ভর্তি হন। সেখানে বিগত একমাস চিকিৎসাধীন থাকার পরে রোগ না ধরা পড়ায় শিলচর ক্যান্সার কেয়ারে সিটি স্কিন করাতে যান এবং সেখান থেকে কাছাড় ক্যান্সার হাসপাতালে পাঠানো হয় কারণ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন নাই, চিকিৎসকেরা আশঙ্কা করেছেন সুজিত কুমার দেবারায়ের মারনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সুজিতকুমার দেবরায়ের চিকিৎসা করানোর মতো আর্থিক তেমন সক্ষমতা নেই বলেলেই চলে, পরিবারের রয়েছেন স্ত্রী লক্ষ্মী দেবরায়।
১২ বছরের একমাত্র পুত্রের অকাল মৃত্যু ঘটে কয়েক বছর আগে।এমন সঙ্কটজনক অবস্থায় স্ত্রী লক্ষ্মী দেবরায় ও ছোট ভাই সুজিত দেবরায় এবং শিলচর নবজ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক তথা সমাজকর্মী ধ্রুবজ্যোতি ভট্টাচার্যরা আগামীদিনের চিকিৎসার জন্য এই অঞ্চলের নাগরিকদের সাহায্য বিনম্র আবেদন জানান। ইচ্ছুক সাহায্যকারী স্বহৃদয় ব্যক্তিরা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া শিলচর হাইলাকান্দি রোড স্থিত শাখা, অ্যাকাউন্ট নম্বর- 5039101100462
আইএফসি কোড-BKID0005039
এবং যোগাযোগ নম্বর-8486872998।