হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে রোটারি ক্লাবের জরুরি সামগ্রী বিতরণ

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : মাতৃ ও শিশু স্বাস্থ্য মাসে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে রোটারি ক্লাবের পক্ষ থেকে এক গুচ্ছ কার্যসূচী গ্রহণ করা হয়। প্রসঙ্গত
রোটারি ইন্টারন্যাশনাল জুলাই মাসকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য উৎসর্গ করে। এই মাসটি রোটারিয়ানদের জন্য মা ও শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন কার্যসূচী গ্রহণ করে থাকে।

মা ও শিশু স্বাস্থ্যের প্রতি রোটারির অঙ্গীকার তাদের ছয়টি লক্ষ্যের মধ্যে একটি। বিশ্বব্যাপী রোটারি ক্লাবগুলি মা ও শিশুদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা প্রদান এবং টিকাদান এবং জন্মের কিটের মতো সহায়তা প্রদানের জন্য কাজ করে। এই প্রচেষ্টাগুলির লক্ষ্য প্রতিরোধযোগ্য মৃত্যু হ্রাস করা এবং মা ও শিশুদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করা।

হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে রোটারি ক্লাবের জরুরি সামগ্রী বিতরণ

এমর্মে শুক্রবার হাইলাকান্দি রোটারি ক্লাবের এক প্রতিনিধি দল সিভিল হাসপাতালে যান। তারপর মাতৃ ও শিশু ওয়ার্ডে গিয়ে নবজাতক এর জননী দের হাতে ফলমূল ইত্যাদি তুলে দেওয়া হয়।তাছাড়া ক্লাবের পক্ষ থেকে সেই ওয়ার্ডে লাগানোর জন্য দুইটি সিলিং ফ্যান ও প্রদান করা হয়। পাশাপাশি রোপন করার জন্য হাসপাতাল সুপার হাতে দুটি গাছের চারাও তুলে দেন ক্লাব সদস্যরা। এতে ক্লাবের পক্ষ থেকে সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী, সম্পাদক কামাল হোসেন চৌধুরী সদ্য প্রাক্তন সভাপতি বিভাভূষণ  চক্রবর্তী, সদ্য প্রাক্তন সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল সমিরন পান শংকর চৌধুরী প্রমুখ। ক্লাব সম্পাদক কামাল হোসেন চৌধুরী এই  খবর জানান।

এদিকে, হাসপাতাল সুপার ডাঃ দেবব্রত দত্ত সহ হাসপাতালে বিভিন্ন কর্মচারীরা রোটারি ক্লাবের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে এদিন হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রথম সভাপতি শিক্ষাবিদ মানষকান্তি দাসের মৃত্যুবার্ষিকী ও ছিল।

Spread the News
error: Content is protected !!