সলগই বাজার পরিচালন কমিটি গঠিত, সভাপতি রঞ্জিত ও সম্পাদক নীলকান্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : লোয়াইরপোয়া ব্লকের সলগই এলাকার অন্যতম সরকারি সলগই বাজারের জন্য শুক্রবার নয়া পরিচালন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সলগই বাজার কমিউনিটি হলে এক গণসভা অনুষ্ঠিত হয়। যেখানে বিপুল সংখ্যক স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে রঞ্জিত তেলিকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হন সাব্বির আহমেদ ও প্রদীপ গোঁড়। সম্পাদক পদে নীলকান্ত বর্মন এবং সহকারী সম্পাদক হিসেবে শত্রুঘ্ন যাদব দায়িত্বপ্রাপ্ত হন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন লালচাঁদ ভর।গঠিত কার্যকরী কমিটির মোট সদস্য সংখ্যা ২১ জন।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মঙ্গল কেঁওট, নীতু সিং, হৈমন্তি ভাসফর, চাঁদা লোহার, মলয় দাস, গৌতম বৈদ্য, রাধেশ্যাম চাষা, সমির উদ্দিন, বাবুল কৈরী ও রতন ভর।উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত হন: কান্তাপ্রসাদ যাদব, অম্বিকা বৈদ্য, রামচন্দ্র গোয়ালা, বিন্ধাচল কানু ও বদ্রীনাথ গোয়ালা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবগঠিত কমিটিকে সরকারি স্বীকৃতি দিতে দ্রুত ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হবে।

উল্লেখ্য, ভারতমালা প্রকল্পের অধীনে সম্প্রতি জমি অধিগ্রহণের ফলে বাজার এলাকার বহু দোকান রাস্তার আওতায় চলে যায়। যদিও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, তবে অভিযোগ রয়েছে — কিছু ব্যক্তি পুনরায় সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করছেন। এছাড়া পূর্বে বাজারের বহু জমি বেদখলে চলে যাওয়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়ে। সেই কারণেই বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় শক্তিশালী একটি বাজার পরিচালনা কমিটি গঠনের প্রয়োজন অনুভব করে এলাকাবাসী। নবগঠিত কমিটি বাজারের বেদখল জমি চিহ্নিত করে (ডিমার্কেশন) তা পুনরুদ্ধারে পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!