শপথ নিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ সাত উপাচার্য শপথ নিলেন। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষ্মণপ্রসাদ আচার্য শুক্রবার  রাজভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাতজন উপাচার্যকে শপথবাক্য পাঠ করান।
যে সাত উপাচার্য শপথ নিলেন এঁরা হলেন যথাক্রমে বঙাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তরণী ডেকা, জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, জগন্নাথ বরুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া, কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ ওয়ারি, নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুকুল বরুয়া, নগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হীতেশ ডেকা ও শিবসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাদেব পাটগিরি।

শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু, মুখ্য সচিব ড. রবি কোটা, রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক দেবব্রত দাস, রাজ্যপালের ওএসডি অধ্যাপক  বেচন লাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ, উচ্চশিক্ষা সচিব নারায়ণ কনওয়ার এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

Spread the News
error: Content is protected !!