নিয়াইরগ্ৰাম-বাগপুর ফুটবল টুর্নামেন্টে শুরু হল
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শুরু হল নিয়াইরগ্ৰাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির ঐতিহ্যবাহরী ফুটবল আসর। শুক্রবার অ্য়াকাডেমি আয়োজিত ময়ীনুল হক চৌধুরী চ্যাম্পিয়ন ট্রফি এবং মাসুক উদ্দিন লস্কর রানার্স আপ ট্রফি প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হয় লোকনাথপুর এফসি। তারা ৪-০ গোলে হারায় বারিকনগর ফুটবল ক্লাবকে। সোনাবাড়িঘাট ফেরি সংলগ্ন বাগপুর মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, প্রাক্তন জেলা পরিষদ নজরুল ইসলাম লস্কর (গগন), ধলাই মাতৃভূমি এনজিও-র সভাপতি সিতাংশু দাস, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, নিয়াইরগ্রাম বাগপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি ইসলাম উদ্দিন লস্কর, নিয়াইরগ্ৰাম-বাগপুর জিপির প্রাক্তন জিপি সহ-সভাপতি বাহারুল ইসলাম লস্কর, কৃষ্ণপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি অলক আহমেদ লস্কর, সোনাই বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর, বিশিষ্ট সমাজকর্মী নজরুল ইসলাম বড়ভূইয়া, গ্রুপ সদস্য কবির আহমেদ বড়ভূইয়া, সমাজকর্মী জিয়াউর রহমান লস্কর, হবিব আহমেদ বড়ভূইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাতৃভূমি এনজিও-র সভাপতি সিতাংশু দাস দু’টি ফুটবল উপহার হিসেবে ফুটবল অ্যাকাডেমির হাতে তুলে দেন। এ দিন ম্যাচ পরিচালনা করেন টিটু নস্কর, শামিম আহমেদ বড়ভূইয়া এবং জাফর বড়ভূইয়া। আগামী রবিবার ২৭ জুলাই মুখোমুখি হবে জেকে টায়ার বাগপুর ও জয়বাগান ক্লাব।