৫০ শতাংশ অবসরপ্রাপ্ত শিক্ষক থাকবেন : রণোজ

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে অটল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। রণোজ পেগু বলেন, ‘‘এখন থেকে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রতিটি কলেজে কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়‌োগ করা হবে।’’

অভিজ্ঞ শিক্ষক না থাকলে নতুন শিক্ষকদের দিয়ে কলেজ পরিচালনায় অসুবিধা হয়। অভিজ্ঞ শিক্ষকরাই একটি কলেজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন বলে মন্তব্য করেন পেগু।

সারা অসম ছাত্র সংসদ (আসু)-কে নতুনভাবে প্রতিষ্ঠিত আদর্শ মহাবিদ্যালয়গুলি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আসু আপত্তি জানালেও আদর্শ মহাবিদ্যালয়গুলিতে ৫০ শতাংশ অবসরপ্রাপ্ত শিক্ষক থাকবেনই—এই বিষয়ে দৃঢ় মত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু।

Spread the News
error: Content is protected !!