রেলের ধাক্কায় ধেমাজিতে দুই যুবকের মৃত্যু
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : রেলের ধাক্কায় ধেমাজিতে দুই যুবকের মৃত্যু ঘটল। কামরূপ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই যুবকের। রেলওয়ে কর্মচারীর ভুলের কারণে এই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বরগাঁও রেলগেট এলাকায়। কামরূপ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ যায় অমিত সোনোয়াল ও উত্তম সোনোয়ালের। মৃত অমিত সোনোয়াল বরগাঁও গ্রামের গাঁওপ্ৰধান ছিলেন। ঘটনাস্থলে জিআরপি (জিআরপি) উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের সন্দেহ, তীব্র গরমের কারণে ওই দুই যুবক রাতে রেল লাইনের ধারে বসে ছিলেন।