স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৪ শিশুর, আটকে কমপক্ষে ৬০

২৫ জুলাই : প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ায় কমপক্ষে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ৬০-এরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছে বহু শিশু। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকালের পাঠ চলাকালীন হঠাৎ করেই স্কুল ভবনের ছাদটি ভেঙে পড়ে। মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত শিশুদের দ্রুত স্থানীয় মানোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৪ শিশুর, আটকে কমপক্ষে ৬০

উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), স্থানীয় পুলিশ ও প্রশাসন। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক জেসিবি ও ক্রেন মেশিন, যার সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। ঝালাওয়ারের (Rajasthan) প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণকাজ তদারকি করছেন।

স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৪ শিশুর, আটকে কমপক্ষে ৬০
Spread the News
error: Content is protected !!