হাইলাকান্দিতে স্বাধীনতার অনুষ্ঠান নেতাজি স্টেডিয়ামে
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কার্যসূচি প্রণয়ন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে সভায় জেলার প্রবীণ নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং সরকারি শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সভার সিদ্ধান্ত অনুসারে এই উপলক্ষে অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে, শহরের জনসংযোগ বিভাগের মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার, প্রভাত ফেরি, সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, শহিদ তর্পণ, সমবেত কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের শোভাযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, জেল এবং হাসপাতালে ফলমূল বিতরণ, দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন এবং প্রীতি ফুটবল ম্যাচ। সভায় জেলা কমিশনার জৈন জেলার সব সরকারি কার্যালয় এবং বেসরকারি ভবনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানিয়ে বলেন, উত্তোলিত পতাকা মর্যাদা রক্ষার্থে যাতে কোন দুষ্কৃতী কোন নাশকতাকামূলক কাজ করতে না পারে, সেজন্য পতাকা পাহারার জন্য সারাদিন পালা করে একজন কর্মচারীকে রাখতে হবে।
সভায় অংশ নিয়ে জেলা পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, জেলার পতাকা উত্তোলনের মূল অনুষ্ঠানস্থলকে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বিধায়ক জাকির হোসেন লস্করও অংশ নেন। সভার শুরুতে প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে নবাগত জেলা কমিশনারকে বরণ করে নেওয়া হয়।