বিহারের ভোটার তালিকা : সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ বিরোধী জোটের

২৪ জুলাই : বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবারও সরব বিরোধীরা। এদিন সংসদের (Parliament) বাইরেও বিক্ষোভ দেখায় বিরোধী জোট। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় সব দলের সদস্যরা সংসদ চত্বরে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি।

এদিন বিরোধী বিক্ষোভের জেরে প্রথমে দুপুর ২টা পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও হট্টগোল চলতে থাকে। পরে সংসদের দুই কক্ষেই অধিবেশন শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

এনিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘এই কাজ সভার গরিমাকে নষ্ট করছে।’ যদিও দ্রুত বিহারে ভোটার তালিকায় এসআইআরের কাজ স্থগিত করার দাবিতে অনড় বিরোধীরা। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) বলেন, ‘এটা খুবই গুরুতর একটি বিষয়। নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করছে না।’ এদিকে ভোটার তালিকায় সমীক্ষা নিয়ে বিরোধী বিক্ষোভে শামিল হলেও বাংলা এবং বাঙালি প্রসঙ্গও উত্থাপন করেছে তৃণমূল।

Spread the News
error: Content is protected !!