বিজেপির বাজারিছড়া প্রাক্তন মণ্ডল সভাপতি যশোবন্ত দাশ প্রয়াত

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : বাজারিছড়া জিপির অন্তর্গত পূর্ব কালাছড়া গ্রামের বিশিষ্ট বাসিন্দা, বিজেপির নেতা তথা প্রাক্তন লোয়াইরপোয়া মণ্ডল সভাপতি যশোবন্ত দাশ আর নেই। দীর্ঘদিন জটিল রোগভুগে বুধবার নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৩ বছর। রেখে গেছেন তাঁর অশীতিপর মা, স্ত্রী, দুই কন্যা এবং একমাত্র পুত্রকে। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, গ্রামে এবং গোটা বাজারিছড়া অঞ্চলে।

রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মী। ভারতীয় জনতা পার্টির সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতির দায়িত্ব তিনি নাগাড়ে তিনটি কার্যকালে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। পরবর্তীকালে দলের প্রদেশ কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সেবামূলক কাজেও তাঁর আন্তরিক অংশগ্রহণ ছিল সর্বজনবিদিত।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় তাঁর নিজ গ্রামসহ আশেপাশের এলাকায়। দলীয় ভাবে এদিন প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এই উপলক্ষে প্রয়াতের বাড়িতে পৌঁছান স্থানীয় দলীয় কর্মী সূচরীত পাল, জিপির সহ-সভানেত্রী অর্পিতা দাস, বাজারিছড়া জিপির সভানেত্রীর প্রতিনিধি তাপস নন্দী, এপি সদস্যার প্রতিনিধি বিক্রম সিংহ, বিজেপি নেতা বিভাষ দাস, প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক মনিষ ভূষণ পাল, বঙ্কিম দাস, বুথ কমিটির সম্পাদক অঞ্জন দাস ও সভাপতি সঞ্জীব চক্রবর্তী সহ আরও অনেকে। তাঁরা দলীয় পতাকা জড়িয়ে প্রয়াত যশোবন্ত বাবুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান জেলা বিজেপির সহ-সভাপতি ঋষিকেশ নন্দী, লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী সম্পারানি চৌধুরী, দলীয় কর্মী অমিতাভ দে, লোয়াইরপোয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস শিক্ষক অজয় সুত্রধর প্রমুুখ।

পরিবার সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় ধর্মীয় রীতি নিতি অনুসারে প্রয়াত যশোবন্ত দাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তাঁর নিজ বাড়ির সংলগ্ন শ্মশানঘাটে। শ্রদ্ধাভরে, ভালোবাসার অশ্রুতে বিদায় জানায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষজন।

তাঁর এই হঠাৎ প্রয়াণ শুধু পরিবারকেই নয়, শূন্য করে দিয়েছে সমগ্র বাজারিছড়া এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনকে। একটি পরিবার হারিয়েছে তাদের অভিভাবককে, একটি সমাজ হারিয়েছে তাদের প্রেরণাদায়ক পথপ্রদর্শককে।

বর্তমানে পরিবারটি নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয় মহল থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য যথাযথ সরকারি সহায়তা প্রদানের জোর দাবি জানানো হয়েছে।

সমস্ত রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর একটাই প্রার্থনা ভালো মানুষটি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। বিদেহী আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি জানান।

Spread the News
error: Content is protected !!