পাথারকান্দিতে ৮০ হাজার বার্মিজ সিগারেট সহ ধৃত অটোচালক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে জাতীয় সড়কে পুলিশি তল্লাশির সময় এক যাত্রীবাহী অটো রিকশা থেকে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। সূত্রের খবর, এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ একটি অটো রিকশা (এস-১০-বিসি-০২০৫) চান্দখিরা থেকে পাথারকান্দি অভিমুখে যাওয়ার পথে ৮ নম্বর জাতীয় সড়কের মুণ্ডমালাস্থিত মডেল এইচএস স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে সন্দেহবশত থামানো হয়। পাথারকান্দি থানার পুলিশের চৌকস দল তল্লাশি চালিয়ে ওই অটো রিকশা থেকে মোট ৪০০টি কার্টনে সংরক্ষিত ৮০ হাজারটি বার্মিজ সিগারেট উদ্ধার করে।
পুলিশ অটো চালক আব্দুল করিমকে তাৎক্ষণিকভাবে আটক করে। ধৃতের বাড়ি বাজারিছড়া থানার অন্তর্গত ঝেরঝেরি এলাকায়। তাঁর পিতার নাম মৃত আজির উদ্দিন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চালক উদ্ধার হওয়া সিগারেট সংক্রান্ত কোনও বৈধ নথিপত্র বা অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে, চোরাচালানের সন্দেহে পুলিশ অটো রিকশা ও সিগারেট বাজেয়াপ্ত করে হেফাজতে নেয় এবং তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সিগারেটগুলি বার্মা (মায়ানমার) থেকে অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে আসা হয়েছে এবং স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। মঙ্গলবার রাতে ধৃতকে থানায় রাখা হয় এবং পরদিন অর্থাৎ বুধবার তাকে শ্রীভূমি জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। পাথারকান্দি থানার এক আধিকারিক বলেন, “আমাদের নিয়মিত তল্লাশি অভিযানের ফলেই এ ধরনের চোরাচালান রোখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই অভিযান চলবে।” স্থানীয় মহলে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানানো হয়েছে। অনেকে মনে করছেন, এ ধরনের অভিযান এলাকার যুবসমাজকে চোরাচালান ও মাদক ব্যবসা থেকে বিরত রাখতে সাহায্য করবে।