৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু কাছাড় জেলা প্রশাসনের

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : কাছাড় জেলা প্রশাসন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও দেশপ্রেমের আবহে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। সোমবার শিলচরের জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন শাখা, পুলিশ, সিআরপিএফ, সেনা ও আধাসামরিক বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্য মণ্ডল এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সকলকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। এ দিন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এ আমাদের ইতিহাস, আত্মত্যাগ এবং গৌরবের পরিচয়। তিনি বলেন, কাছাড়ের প্রতিটি নাগরিকের উচিত এই উৎসবকে নিজেদের উৎসব হিসেবে গ্রহণ করা এবং সকলে মিলে সম্মিলিতভাবে উদযাপন করা। তিনি সকল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন যে ১৩ আগস্টের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং এ বছর অনুষ্ঠান যেন আরও সুশৃঙ্খল ও স্মরণীয় হয়, তা নিশ্চিত করতে হবে।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডকে এ বারের মূল অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হবে। স্বাধীনতা দিবসের সকালে আঞ্চলিক জনসংযোগ বিভাগের উদ্যোগে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশাত্মবোধক গান সম্প্রচার করা হবে। প্রাতঃকালে বেসরকারি বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এবং সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। গান্ধী বাগে জাতির জনকের প্রতিকৃতিতে ও শহিদ তর্পণ মঞ্চে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বিশিষ্ট অতিথি পুলিশের প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর সিআরপিএফ, পুলিশ, ৬ষ্ঠ এপিবিএন, হোম গার্ড, এনসিসি, স্কাউটস ও গাইডসের সমন্বয়ে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

কুচকাওয়াজ শেষে জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বিকেলে শিলচর ডিএসএ মাঠে জেলা বার অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সরকারি-বেসরকারি ভবন, মূর্তি, রোটারি ও আবাসগুলিকে সজ্জিত করে আলোকোজ্জ্বল করা হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বরুয়া, হেমাঙ্গ নবিস, জেলা উন্নয়ন আয়ুক্ত, নরসিং বে, সহকারী আয়ুক্ত, জোনালী দেবী, বহ্নিখা চেতিয়া, অঞ্জলি কুমারী, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন-সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে এডিসি হেমাঙ্গ নবিস বিগত বছরের প্রস্তুতি সভার কার্যবিবরণী পাঠ করেন।

কাছাড় জেলা প্রশাসন এ উপলক্ষে জেলার সমস্ত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সকলে মিলে ঐক্য ও আনন্দের সঙ্গে এই মহান জাতীয় উৎসবে অংশ নিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে।

Spread the News
error: Content is protected !!