আগ্নেয়াস্ত্র সহ সাতজনকে গ্রেফতার করল শোণিতপুর পুলিশ
বরাক তরঙ্গ, ২২ জুলাই : শোণিতপুর জেলা পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে গঠিত একটি গোষ্ঠীকে উৎখাত করতে সক্ষম হয়েছে তারা। এই অভিযানে সাতজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি অস্থায়ী শিবিরও ধ্বংস করা হয়েছে। সোমবার চালানো এই বিশেষ অভিযানে পুলিশ অস্ত্র, গুলি এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে।
জেলা সিনিয়র পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ সন্ধ্যায় সাংবাদিকদের জানান, “অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী থারাইবিল গ্রামে ঢেকিয়াজুলি থানার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায় এবং শোণিতপুর পুলিশ অন্তত সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।”
সিনিয়র পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঢেকিয়াজুলি থানার আওতাধীন খাওয়ালা কেন্দ্রের নিকটবর্তী রভংসান্দ্রি গ্রামের দু’টি পৃথক স্থানে এই অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন দু’টি আলাদা ঘর থেকে পুলিশ ৭.৬৫ এমএম ক্যালিবারের দু’টি পিস্তল, ১৬টি আরডিএস সজীব গুলি, দু’টি নন-লেস ওয়াকি-টকি সেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
