ভাষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত এক আপসহীন জাতি– বাঙালি

জগন-জিশু স্মৃতি স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : ভাষা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও নতুন প্রজন্মের মনে ভাষা সচেতনতা গড়ে তুলতেই বরাকের আওয়াজ আয়োজিত করেছে “চেতনার একুশ পথচলা” — যা বিগত বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে এক গভীর শ্রদ্ধা ও চেতনার পরশে।

অনুষ্ঠানের সূচনা হয় শ্রীভূমি শহরের জেলা কমিশনারের বাংলোর সামনে অবস্থিত জগন-জিশু স্মৃতি স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১৯৬১ সালের ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক সুখেন্দু বিকাশ পাল, যিনি এই চেতনা যাত্রার শুভ সূচনা করেন।

ভাষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত এক আপসহীন জাতি– বাঙালি

এদিনের “চেতনার একুশ” প্রদীপ যাত্রায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন প্রদীপ যাত্রার আহ্বায়ক অরূপ রায়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, ভাষা সুরক্ষা সমিতির প্রতিনিধি নির্মাল্য দাস, বিশিষ্ট আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি পুরসভার উপ-সভাপতি সুখেন্দু দাস, পুর কমিশনার ডাঃ দেবোতোষ পাল, জেলা পরিষদ সদস্যা সাথী রায় কুরি, সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ ও পাপ্পু কুরি, অধ্যাপক ড. পার্থ সারথি দাস, অপরূপ দাস, দেবব্রত ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ, কৃষ্ণা মেমন দেব, মিতালি নাথ, বর্ণিতা সেন, এবং ভাষা শহীদ জগন্ময় দেবের ভাতিজা শুভ্র প্রকাশ দেব প্রমুখ।

এই চেতনার যাত্রায় অংশ নেয় শ্রীভূমির প্রায় সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। সকলে নিজ নিজ সংস্থার ব্যানার ও পরিচয় নিয়ে মিছিলে শামিল হন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ঐক্য প্রকাশ করেন।

ভাষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত এক আপসহীন জাতি– বাঙালি

“চেতনার একুশ” শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি মাতৃভাষার অধিকার রক্ষায় এক দৃঢ়প্রতিজ্ঞ বার্তা। ভাষার মর্যাদা ও ইতিহাস নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেওয়ার এই প্রচেষ্টায় যেন চেতনার এই পথচলা অব্যাহত থাকে — আরও বিস্তৃত, আরও দৃঢ়তর।

Spread the News
error: Content is protected !!