‘সামার ক্যাম্প’ লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর, ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ২০ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ সমাজের বঞ্চিত শিশুদের নিয়ে এক অত্যন্ত মনোরঞ্জক ‘সামার ক্যাম্প’-এর আয়োজন করে। এটি ছিল জুলাই-২০২৫ -এর ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি’ কর্মসূচির একটি অংশ, যা লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর পক্ষ থেকে গৃহীত হয়। এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় মালুগ্রাম উদয়ন সংঘের খেলার মাঠে। ক্যাম্পে ৮৫ জন নির্বাচিত শিশু উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে।

ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এবং প্রজেক্ট চেয়ারপার্সন দেবশ্রী চৌধুরী পুরো অনুষ্ঠানটি সংগঠিত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন।শিশুদের মধ্যে আবৃত্তি ও গান প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে তারা নিজেদের প্রতিভা ও সম্ভাবনার পরিচয় দেয়। এছাড়াও ছোটদের জন্য মিউজিক্যাল চেয়ার, দৌড় প্রতিযোগিতা (বিভিন্ন বিভাগে), ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক অনুপ রায়, মিনারা লস্কর, সুবীর দে, শিবু দাস, পুষ্পাবতী রায় এবং সমাজকর্মী অমর দাস সেই শিশুদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

শিশুদের ধামাইল নাচ এই আয়োজনের মুখ্য আকর্ষণ ছিল।ক্লাবের পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসাবে শিশুদের বল ও টিফিন বক্স বিতরণ করা হয়। এছাড়াও সকলের মধ্যে ফলের রস, স্ন্যাকস, চকলেট, কেক ইত্যাদি বিতরণ করা হয়। ক্লাবের গাইডিং লায়ন সঞ্জীব রায় এই সফল ‘সামার ক্যাম্প’-কে ক্লাব সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা বলে অভিহিত করেন এবং খেলার মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য উদয়ন সংঘ ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।