নারায়ণী শক্তি ধাম ও শিব শক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় কাঁওড় যাত্রা শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : শুরু হয়েছে কাঁওড় যাত্রা। এটি একটি বার্ষিক হিন্দু তীর্থযাত্রা। এই যাত্রা সাধারণত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। পবিত্র গঙ্গা নদীর জল নিয়ে দেশের বিভিন্ন শিব মন্দিরে যান ভক্তরা। শিলচরেরও নারায়নী শক্তিধাম ও এই শক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় রবিবার ভোর ৪টা ৩০ থেকে অন্নপূর্ণা ঘাট থেকে শিব ভক্তরা কলসী ভর্তি করে জল কাঁধে নিয়ে পায়ে হেঁটে মেহেরপুরের নারায়ণী শক্তি ধামে গিয়ে ভগবান শিব লিঙ্গে ঢালেন, শিবকে প্রসন্ন করার উদ্দেশ্যে।

নারায়ণী শক্তি ধাম ও শিব শক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় কাঁওড় যাত্রা শিলচরে

এদিন উপস্থিত উপস্থিত বিষ্ণু জালান বলেন, শ্রাবণ মাসকে ভগবান শিবের পবিত্র মাসও বলা হয়। ভগবান শিবের ভক্তরা সোমবার উপবাস পালন করেন তবে এই মাসে পড়া সোমবারের উপবাসের গুরুত্ব বেশি। বলা হয় যে এই মাসে যখন সমস্ত দেবতা বিশ্রাম নেন, তখন ভগবান শিব এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন। ভগবান শিবের সাথে সম্পর্কিত সমস্ত প্রধান ঘটনা এই শ্রাবণ মাসেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। সমুদ্র-মন্থন এবং বিষ পান, ভগবান শিবের বিবাহ, কামদেব কর্তৃক ভষ্মাসুর বধের মতো কিছু ঘটনা এই মাসেই ঘটেছিল বলে মনে করা হয়। যেদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সাহাইলেশ পাটোডিয়া, বেদ প্রকাশ বনশাল, অসীম চৌধুরী, সুশান্ত দেবনাথ, জগদীশ প্রসাদ গোয়ালা প্রমুখ।

নারায়ণী শক্তি ধাম ও শিব শক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় কাঁওড় যাত্রা শিলচরে
Spread the News
error: Content is protected !!