বরাক উপত্যকা সংবাদপত্র মালিক সংস্থার নানা প্রতিযোগিতা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : বরাক উপত্যকা সংবাদপত্র মালিক সংস্থার উদ্যোগে গান্ধী ভবনে নাচ গান ও অন্যান্য বিষয়ে সমগ্র দিনব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি সাংবাদিক অতীন দাশ, সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে এবং সমাজসেবী সাধন পুরকায়স্থ। অনুষ্ঠানে বরাক উপত্যকা সংবাদপত্র মালিক সংস্থার প্রয়াত চার কর্নধার সনৎ কুমার কৈরী; তাজ উদ্দিন বড়ভূইয়া, দেবল অধিকারী ও সঞ্জয় সারদার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন বরাক উপত্যকা সংবাদপত্র মালিক সংস্থার কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিত্রশঙ্কর চৌধুরীর একক নৃত্য প্রশংসিত হয়।

Spread the News
error: Content is protected !!