বিদ্যালয় সহায়কদের বিভিন্ন দাবি নিয়ে জেলা আয়ুক্তের সকাশে সংস্থার রাজ্য সভাপতি শিবলী
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার নব গঠিত রাজ্য কমিটির সভাপতি শিবলী মজুমদার বুধবার কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মজুমদার জেলা কমিশনারকে সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ও রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা তুলে দিয়ে সংবর্ধনা জানান।
এদিন শিবলী মজুমদার জেলা কমিশনারকে কাছাড় জেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত কার্যালয় সহায়কদের দীর্ঘ কয়েক বছর থেকে পড়ে থাকা পদন্নোতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। জেলা কমিশনার মৃদুল য়াদব সঙ্গে সঙ্গে জেলার স্কুল সমূহের পরিদর্শককে সহায়কদের পদোন্নতি সহ সমস্যা গুলি সমাধানের প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে নির্দেশ দেন। এছাড়াও সংস্থার নব গঠিত রাজ্য কমিটির সভাপতি মজুমদার কাছাড়ের জেলা কমিশনারকে জানান আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে সংস্থার রাজ্য কমিটির বার্ষিক সাধারণ সভা কাছাড়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। রাজ্য কমিটির প্রস্তাবিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন সিবলি মজুমদার। জেলা কমিশনার প্সরস্বতাবিত সম্মেলনে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন শিবলী মজুমদারকে।
এদিন কাছাড়ের জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার সময় সংস্থার কাছাড় জেলা কমিটির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দেব উপস্থিত ছিলেন।