আদালতের নির্দেশে শ্রীভূমির টুকুরগ্রাম হাসপাতালের দেওয়াল ভাঙল প্রশাসন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার টুকুরগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আদালতের নির্দেশে বুলডোজার চালিয়ে ভাঙা হল হাসপাতালের দেওয়ালসহ একটি বৃহৎ অংশ। অভিযানে উপস্থিত ছিলেন সার্কল অফিসার, সিনিয়র পুলিশ সুপারসহ বিশাল পুলিশ বাহিনী।
জানা গেছে, প্রায় এক দশক আগে একজন ব্যক্তি আদালতে দাবি করেন যে, হাসপাতাল চত্বরের কিছু জমি তাঁর ব্যক্তিগত মালিকানাধীন। সেই মামলা চলাকালীন আদালতের তদন্তে প্রমাণিত হয়, সংশ্লিষ্ট জমি অবৈধভাবে দখল করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ উঠেছে দক্ষিণ করিমগঞ্জের তৎকালীন তথা বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদ ওই জমি বেদখল করে সরকারি হাসপাতাল নির্মাণে ভূমিকা রেখেছিলেন। আজকের উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে হাসপাতালের কিছু নির্মিত অংশ ভেঙে দেওয়া হয়।