উচ্ছেদের বিরুদ্ধে সোনাইয়ে বিক্ষোভ প্রদর্শন ইউডিএফের
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠলো এআইইউডিএফ। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা। অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই ইউডিএফ কমিটি। এতে সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল দশটা থেকে সোনাই সার্কল অফিসের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদ স্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদ হওয়া মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়।

এদিন প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভূইয়া, সজীব লস্কর, সোনাই পুরসভার তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বড়ভুূইয়া, এসএম দিলোয়ার জাহান লস্কর ও আনসারুল হক লস্কর, মওলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার, আফসর চৌধুরী সহ অন্যান্যরা।
