উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান
১৪ জুলাই : যুক্তরাজ্যের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের বিমান, বিচক্র্যাফট বি ২০০। স্থানীয় সময় রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যাওয়া বিমানের ধ্বংসাবশেষে বিস্ফোরণ হয় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। হতাহতের সংখ্যা বা যাত্রীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রবিবার বিকেলে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। কিন্তু রানওয়ে ত্যাগের পরপরই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে ভগ্নাবশেষে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত না হলেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে। বিমানটিতে রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছিল এবং এটি মূলত চিকিৎসা পরিবহনের কাজেই ব্যবহৃত হতো।