জল বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইজরায়েলের, আট শিশু সহ ১০ জনের মৃত্যু
১৪ জুলাই : শতাধিক মানুষ পানীয়জলের জন্য ভিড় জমিয়েছিলেন একটি জল বিতরণ কেন্দ্রে। সেখানেই ড্রোন হামলা চালাল ইজরায়েলি সেনা। ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে আট শিশু সহ মোট ১০ জনের। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য গাজায়। এদিন দিনভর ইজরায়েলি হামলায় মোট ৪৩ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে এই ১০ জন।
গাজা উপত্যকায় ২১ মাস ধরে চলছে তীব্র লড়াই। এই মুহূর্তে হামাস ও বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মধ্যে সংঘর্ষবিরতির আলোচনা থমকে রয়েছে। গাজায় ইজরায়েলি হানা বন্ধ করতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতির মধ্যেই গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, রবিবারের সর্বশেষ ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জন গাজা শহরের একটি বাজারে নিহত হয়েছেন। মধ্য গাজায় অবস্থিত নুসাইরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সেখানে একটি জল বিতরণ কেন্দ্রে ড্রোন হামলায় দশ জন নিহত হয়েছেন।