জনিতা আইবিএফ সেন্টারের উদ্যোগে বন্ধ্যাত্ব সমস্যায় নিয়ে চিকিৎসা শিবির হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : গুয়াহাটির জনিতা আইবিএফ সেন্টারের ব্যবস্থাপনায় হাইলাকান্দিতে সন্তান লাভের স্বপ্ন পূরণের সহায়তা করতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল ১০ থেকে দুপুর ২ অবধি ষাট জোড়া দম্পতির চিকিৎসা চলে ডাঃ নাসরিন সুলতানা লস্করের তত্ত্বাবধানে। বন্ধ্যাত্ব সমস্যা সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের ডাঃ নাসরিন সুলতানা লস্কর জানান, বর্তমান দিনে বন্ধ্যাত্ব সমস্যাটি ব্যাপকহারে বাড়ছে, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা। এসব রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পান এতে তাদের সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়। তিনি বলেন, জনিতা আইবিএফ সেন্টারের লক্ষ্য হল সকল স্তরের মানুষের কাছে আধুনিক ও মানবসম্পন্ন বন্ধ্যাত্ব চিকিৎসা পৌঁছে দেওয়া এবং সুস্থ পরিবার গঠনে সহায়তা করা।

এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন নার্স বাংলাই হালাম সহ অন্যান্যরা। উপস্থিত রোগীরাও ডাঃ নাসরিন সুলতানা লস্করের বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে চিকিৎসা সম্পর্কিত পরামর্শ শুনে খুশি ব্যক্ত করেন।

Spread the News
error: Content is protected !!