মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ চা শ্রমিক সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বরাক উপত্যকার ২০২৫ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ চা শ্রমিক সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের ‘সংবর্ধনা’ সমারোহ আয়োজিত হয়। রবিবার ইউনিয়নের উপসভাপতি রাধেশ্যাম কৈরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে ছিলেন মুখ্য অতিথি কাছাড়ের ইলেকশন অফিসার মাসি তপ্ন, তাঁর মাতৃদেবী জয়ন্তী তপ্ন, ড. শুভদীপ রায় চৌধুরী, ড. সন্তোষরঞ্জন চক্রবর্তী, ড. স্বপন শুক্লবৈদ্য, রশ্মি চন্দা ও ড. চন্দন দে। এছাড়াও ইউনিয়নের উপসভাপতি সিউপুজন রবিদাস, সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, সহসাধারণ সম্পাদক সনাতন মিশ্র, রবি নুনিয়া, খীরোদ কর্মকার, বিপুল কুর্মি ও বাবুল নারায়ণ কানু, সম্পাদক সুরেশ বডাইক ও সহসম্পাদক দুর্গেশ কুর্মি, বরাক চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা।
রাজদীপ গোয়ালা স্বাগত ভাষণে সবাই কে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দীক্ষা র উপর আরও মনোযোগী হতে পরামর্শ দেন। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন বাগানের মাধ্যমিক উত্তীর্ণ ৭৮, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৫০ ও দুজন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা বক্তব্যে শিক্ষার্থীদের কে প্রোত্সাহিত করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। অনুষ্ঠানে ছাত্রী রাজলক্ষ্মী কৈরী ও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর উদিত চৌবেও রবীন্দ্র শীল, সন্গঠক রাজকুমার কুর্মি, মুন্না শীল, মিঠুন তাঁতী, প্রদীপ তাঁতী, সুদীপ কুর্মি, অশোক কর্মকার, সুচিত্র কর্মকার,নির্মল বাউরী, শিব চরণ রবিদাস, চৌধুরী চরণ গোঁড,অনুপ বার্মা, দেবাশিস কানু, কিশোর রবিদাস, গোপাল কৈরী, লালন প্রসাদ যাদব, সুরজিত কর্মকার, জিসু দেব, বিজয় বারী ও অন্যান্য রা। ধন্যবাদ জ্ঞাপন করেন লালন প্রসাদ গোয়ালা। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল নারায়ণ কানু। জাতীয় সঙ্গীতের পর সমারোহের সমাপ্তি ঘোষণা করা হয়।
