মায়ানমারে আলফা (স্বাধীন) এর একাধিক ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ, হত তিন


বরাক তরঙ্গ, ১৩ জুলাই : মায়ানমারে আলফা (স্বাধীন) এর চারটি ক্যাম্পে আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর। ভয়ঙ্কর আক্রমণে শীর্ষ আলফা (স্বাঃ) ক্যাডার, নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। নয়ন অসমের শেষকৃত্যে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলায় আলফা (স্বাধীন) এর আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মায়ানমারের জঙ্গলে ফাইটার জেট চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

এ দিকে, মায়ানমারে আলফা (স্বাধীন) এর চারটি ক্যাম্পে ড্রোন হামলা চলল। ক্যাম্পে ড্রোন দ্বারা ১৫০টি বোমা ফেলা হয়েছে। আরাকান এবং ইসিএইচকিউ-তে হামলা চলে। ড্রোন হামলার কারণে আরাকান শিবিরে ব্যাপক ক্ষতি হয়েছে।

আলফা (স্বাধীন) এর লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম একটি হামলায় নিহত হয়েছেন। নয়ন অসম ইসিএইচকিউ ক্যাম্পে একটি ড্রোন হামলায় নিহত হন। নয়ন অসম ওরফে নয়ন মেধির ঘর বজালিতে।  মৃত নয়নের বয়স ছিল ৫৮ বছর।

ইউএলএফএ-আই এর কমান্ডার পরেশ বরুয়ার পর, নয়ন অসম তার স্থানে আসেন। কর্ণেল প্রদীপ অসম ইএসএইচকিউ ক্যাম্পে গুরুতর আহত হয়েছিলেন।

আরাকান এবং পাংসাউ শিবিরে হামলার সময় উপস্থিত ছিলেন না অরুণোদয় অসম। বহু আলফা নেতা এবং কর্মীদের নিহত হওয়ার খবর রয়েছে। মণিপুরের বিদ্রোহী সংগঠন পিএলএ-এর শিবিরে হামলা চলে।

মায়ানমারে আলফা (স্বাধীন) এর একাধিক ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ, হত তিন

Author

Spread the News