ইজরায়েলের টানা অবরোধে গাজায় শিশুর মৃত্যুর সংখ্যা বাড়ছে
১৩ জুলাই : ইজরায়েলের টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। খাবার, ওষুধ ও জ্বালানির প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে দিন পার করছেন প্রায় ১২ লাখ ৫০ হাজার মানুষ ভয়াবহ ক্ষুধা ও অনিশ্চয়তার মধ্যে। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজার প্রশাসন এটিকে ‘আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক অবরোধ’ বলে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহল এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ায় এই পরিস্থিতিকে বলা হচ্ছে ‘লজ্জাজনক নীরবতা’।
‘লজ্জাজনক নীরবতা’ আন্তর্জাতিক মহলের
এই চরম সঙ্কট শুরু হয়েছে ১০৩ দিন ধরে চলা ইজরায়েলি অবরোধের ফলে। গাজা প্রশাসনের মতে, ইজরায়েল সব ক্রসিং বন্ধ করে দেওয়ার কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশ একেবারে বন্ধ হয়ে গেছে। এতে শত শত মানুষ ‘দুর্বিষহ ক্ষুধার্ত অবস্থায়’ জীবন পার করছেন এবং প্রাণ হারাচ্ছেন। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা—যাদের সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজার। খাদ্য সঙ্কট ও পুষ্টিহীনতায় এখন পর্যন্ত ৬৭ জন শিশু মারা গেছে, এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।
প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা শুধু গত তিন দিনেই বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি, যেগুলো সরাসরি খাদ্য ও ওষুধের ঘাটতির কারণে ঘটেছে।” এতে আরও বলা হয়, “এই পরিস্থিতি কেবল মানবিক বিপর্যয় নয়, বরং এটি একটি নির্মম সমষ্টিগত শাস্তি।” বিশ্বজুড়ে যেসব সংস্থা মানবাধিকারের কথা বলে, তাদের কার্যকর ভূমিকা নেই বলেও তীব্র হতাশা প্রকাশ করা হয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।
