যোরহাট ও শিবসাগরে সংবর্ধিত আমিনুল হক
বরাক তরঙ্গ, ১২ জুলাই : যোরহাট জেলা কংগ্রেসে সংবর্ধিত হলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং সাধারণ সম্পাদিকা পল্লবী শইকিয়া গগৈ। শনিবার যোরহাট জেলা কংগ্রেস সভাপতি পুতুল বরগোঁহাই’র পৌরহিত্যে সভার কাজ শুরু হয়। যোরহাট জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পেগু, আরেক সাধারণ সম্পাদক (সংগঠন) ভাস্কর গগৈ সহ জেলা কমিটির বাকি সব পদাধিকারীরা এই সভায় উপস্থিত ছিলেন। যোরহাট মিউনিসিপ্যালিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বরুয়াও উপস্থিত ছিলেন। এছাড়াও যোরহাট জেলার অন্তর্গত প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ জুলাই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং যুবরাজ রাহুল গান্ধী আসাম সফরে আসছেন। কামরুপ রুরেলের ছয়গাওতে হয়।
যোরহাটের সভা সম্পন্ন করে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সোজা চলে যান শিবসাগরে। বিকেল ৩ টায় শিবসাগর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অজয় গগৈর পৌরহিত্যে সভার কাজ শুরু হয়। অসম প্রদেশ কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং শুব্রমিত্রা গগৈকে জাঁকালো সংবর্ধনা দেওয়া হয়। শিবসাগর জেলা কংগ্রেসের বাকি পদাধিকারী ছাড়াও প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের সংগঠনকে কিভাবে ঢেলে সাজিয়ে দলকে আরও শক্তিশালী করে তুলতে সব বক্তা মত ব্যাক্ত করেন। শিবসাগর জেলার জেলা সভাপতি, প্রদেশ কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক ১৬ জুলাই ছয়গাওতে অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।