স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গের ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গ্রেফতার যুবক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : স্ত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি গোপনে মোবাইলে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। অভিযুক্তকে শনিবার শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করলে, বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হলেন কটামণি এলাকার জাকির হোসেন (২৮)। কিছুদিন আগে তিনি স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এবং ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করেন এবং সেগুলো নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেন।

ঘটনাটি জানাজানি হলে এবং ভিডিওগুলো দেখে স্ত্রী ও তার পরিবার গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হন। পরে ভুক্তভোগী স্ত্রী সাহসের সঙ্গে বাজারিছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শুক্রবার রাতে অভিযুক্ত জাকির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। একইসঙ্গে তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়, যাতে সংশ্লিষ্ট ভিডিও সংরক্ষিত ছিল।

শনিবার অভিযুক্তকে জেলা সিজেএম আদালতে প্রেরণ করা হলে, আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Author

Spread the News