রানওয়ে ছাড়ার পরই বন্ধ হয়ে যায় দু’টি ইঞ্জিন, জ্বালানির সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’

১২ জুলাই : গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ (। যাত্রী ও ক্রু সহ বিমানে থাকা ২৪১ জনের মৃত্যু হয়। প্রাণে বেঁচে যান মাত্র ১ জন। সেই ঘটনার ঠিক এক মাসের মাথায় সামনে এল দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) (AAIB) ১৫ পাতার একটি রিপোর্ট পেশ করেছে।

রিপোর্টে জানানো হয়েছে, শেষ মুহূর্তে কীভাবে ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন দুই পাইলট। বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। জ্বালানির সুইচ ‘রান’ (চালু) থেকে ‘কাটঅফ’ (বন্ধ)-এ চলে এসেছিল। এই সময়ে এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেন, ‘কেন তুমি ফুয়েল বন্ধ করে দিলে?’। অন্যজন উত্তর দেন, ‘আমি কিছু বন্ধ করিনি।’ রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিন-১ এবং ইঞ্জিন-২ রানওয়ে ছাড়ার পরই বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে ফুয়েল পৌঁছোচ্ছিল না। মুহূর্তের মধ্যে বিমানের গতি এবং উচ্চতা কমতে থাকে। পাইলটরা শেষ মুহূর্ত পর্যন্ত ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন। ইঞ্জিন-২ সাময়িকভাবে স্থিতিশীল অবস্থায় ফেরানো গেলেও ইঞ্জিন-১ আর চালু করা যায়নি। পাওয়া যায়নি ‘থ্রাস্ট’। ফলে মুহূর্তের মধ্যে বিমানটি সামনের বহুতলে ধাক্কা খায় এবং ভেঙে পড়ে।

এএআইবি-র রিপোর্টে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে। ইঞ্জিন চালু করার জন্য ‘রাম এয়ার টার্বাইন’ চালু করা হয়। একটি ছোট একটি বিকল্প যন্ত্র। যা ইঞ্জিনে স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পৌঁছে দেয়। উড়ন্ত বিমানের বাইরে থেকে এই যন্ত্র দেখা যায়। ছোট পাখার মতো ব্লেড থাকে এতে। বিমানবন্দর থেকে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে এই যন্ত্র বেরিয়ে আসতে দেখা গিয়েছে। বিমান ওড়ার সময়ে জ্বালানি ঠিকঠাক ছিল। জ্বালানি ভরার সময়ে কোনও গোলমাল হয়নি। তদন্তে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। বিমান ওড়ার সময়ে ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল বলে মত তদন্তকারীদের। দুর্ঘটনার সময় বিমানের গতিপথে কোনও পাখি আসেনি। দৃশ্যমানতায় কোনও সমস্যা হয়নি। দুই পাইলটই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। পর্যাপ্ত বিশ্রাম পেয়েছিলেন তাঁরা। তাঁদের শারীরিক দিক থেকে কোনও ত্রুটি ছিল না। প্রাথমিকভাবে অন্তর্ঘাতেরও কোনও প্রমাণ মেলেনি।

Author

Spread the News