স্বাধীনবাজার জিপির আরও এক গ্রুপ সদস্যার বিরুদ্ধে হলফনামায় ভুল তথ্যের অভিযোগ
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : জাল সার্টিফিকেট ও নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগে সরগরম সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীনবাজার জিপি। জিপির ৬ নম্বর গ্রুপ সদস্যার বিরুদ্ধে তিন সন্তানের অভিযোগ আনলেন জাকারিয়া লস্কর, মাখন হোসেন লস্কর, আব্দুল সাবির লস্কররা। অভিযোগ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জমা জমা পড়েছে বলে জানান। এনিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
শনিবার সাংবাদিক বৈঠকে অভিযুক্ত গ্রুপ সদস্যের পদ বাতিলের দাবি তুলে সরব হয়েছেন জাকারিয়া লস্কর, মাখন হোসেন লস্কর, আব্দুল সাবির লস্কররা। তাঁরা জানান, তিন সন্তানের জননী দিলারা বেগম। কিন্তু নির্বাচনী হলফনামায়ও তিন সন্তান উল্লেখ করলে ভুল তথ্য দিয়েছেন। ২০২০ সালে যে সন্তান জন্ম হয়েছিল তিনি এফিডেভিটে দেখিয়েছেন ২০১৮ সালের সন্তান। নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য জঘন্য অপরাধ করেছেন তিনি। তাঁরা জানান, শিলচর মেডিক্যাল কলেজ থেকে দিলারা বেগমের শেষ সন্তানের জন্মের তারিখ রয়েছে ২০২০ সাল। এসব প্রমাণের পর গ্রুপ সদস্য পদ বাতিল করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
