আমিনুল-রোজলিনার উপস্থিতিতে মদন বরার দায়িত্ব গ্রহণ
বরাক তরঙ্গ, ১১ জুলাই : গোলাঘাট জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মদন বরা শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেন। অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভানেত্রী তথা সরুপাথারের প্রাক্তন বিধায়িকা রোজলিনা তির্কী এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের উপস্থিতে মদন বরা দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, সোনাই’র প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রদেশ কংগ্রেসের সংযুক্ত সাধারণ সম্পাদক হয়ে তিন জেলায় কাজ করার দায়িত্ব পেয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে গোলাঘাট, যোরহাট এবং শিবসাগরে আমিনুল হক লস্কর কাজ করবেন।
এদিনের সভায় গোলাঘাট জেলা কংগ্রেসের তরফে সংবর্ধনা দেওয়া হয় কার্যকরী সভানেত্রী রোজলিনা তির্কী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং আরেক সাধারণ সম্পাদিকা পল্লবী শইকিয়া গগৈকেও।

সভায় অনেকেই বক্তব্য রাখেন। রোজলিনা তির্কী, আমিনুল হক লস্কর, পল্লবী শইকিয়া গগৈ সহ মদন বরা সবাই শাসক দলের কঠোর সমালোচনা করেন। কংগ্রেস কর্মীদের উজ্জীবিত হয়ে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সবাই। আগামীতে দল ক্ষমতায় আসবে এই মত ব্যাক্ত করেন সবাই।